chalanpos_pos

ব্যবসার হিসাবকে আরও সহজ করতে পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার ‘চালান’ আনল দেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কানেক্ট বাংলাদেশ লিমিটেড। এতে রয়েছে অ্যাকাউন্ট, ইনভেন্টরি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মমাফিক প্রদানের সুবিধা। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, যে কোনো খাবারের দোকান, ফুড কোর্ট, হোটেল, রেস্তোরাঁ ও কফিশপে এটি ব্যবহার করা যাবে। এতে আলাদা আলাদা ক্যাশ কাউন্টার, দিন শেষের হিসাব ও বিভিন্ন ধরনের রিপোর্ট দেখার ব্যবস্থা রয়েছে। ব্যবসা অনুযায়ী নিজের মতো করে পরিবর্তন করে নেওয়ার সুবিধাও থাকছে এতে। তা ছাড়া বিক্রয় ফলাফলের জন্য রিয়েল টাইম প্রতিবেদন তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের লেনদেন ও টার্নওভারের তথ্য এত দিন ইচ্ছামতো সংরক্ষণ করলেও এখন তা নিয়ন্ত্রণে আনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বছরে ৫ কোটি টাকা বা তার বেশি টার্নওভার হলে প্রতিষ্ঠানের বিক্রয় বা লেনদেন তথ্য এনবিআর অনুমোদিত সফটওয়্যার বা কম্পিউটার সিস্টেমে সংরক্ষণ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ন্যায্য ভ্যাট আদায়হ সফটওয়্যারভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলক করে দিয়েছে এনবিআর। চালান পিওএস সফটওয়্যারে পাঁচটি ভিন্ন হারে স্বয়ংক্রিয় ভ্যাট গণনার ব্যবস্থা থাকবে। ব্যবসায় প্রতিষ্ঠানে চালানোর জন্য ওয়াইফাই সংযোগ বা ব্রডব্যান্ড সংযোগ থাকবে।

সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

clear formSubmit