Bangla NewsNews

শিল্প মন্ত্রণালয় থেকে জাতীয় পুরষ্কার পেল ডিভাইন আইটি

ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’এ মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে।

রোববার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডিভাইন আইটি লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইকবাল আহমদ ফখরুল হাসান (রাসেল) ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনপিও পরিচালক এস এম আশরাফুজ্জামান।

এ বছর ৬টি ক্যাটাগরিতে ডিভাইন আইটি লিমিটেড সহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। ডিভাইন আইটি লিমিটেড ইতিপূর্বে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ সালে ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *