Bangla NewsNews

কম্পিউটার ভিলেজের মেলায় ল্যাপটপ জিতে নিলেন মান্নান ও জান্নাত

কম্পিউটার ভিলেজের ২০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সেলস প্রমোশন “ফেস্টিভাল টুয়েন্টির”প্রথম সপ্তাহের মেগা ড্র-তে ল্যাপটপ জিতেছেন গ্রামীণ ফোনে কর্মরত মান্নান ও ইডেনের ছাত্রী জান্নাত। ২৪” এলইডি টিভি জিতেছেন রঙ্গামাটির পলিটেকনিক পড়ুয়া ছাত্র নিটোল চাকমা। চতুর্থ ও পঞ্চম পুরষ্কার স্মার্ট ফোন ও কালার প্রিন্টার জিতেছেন যথাক্রমে চট্টগ্রামস্থ পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উৎপল সরকার ও কোডাকে কর্মরত জনাব বাপলা।

বুধবার ব্রাঞ্চগুলোতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কারগুলো তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডর পরিচালক জনাব জাফর আহমেদ,জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বিরুনি সুজন,কম্পিউটার ভিলেজের চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন প্রমুখ। প্রতি সপ্তাহের মেগাড্রতে ল্যাপটপসহ নানাবিধ আকর্ষণীয় পুরস্কার ছাড়াও প্রতিটি ল্যাপটপ, ডেস্কটপের সাথে ইনস্ট্যান্ট গিফট এবং প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম থেকে ৩ জন করে মোট ৬জনকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার উপহার দেয়া হয়।

১২ ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই প্রমোশন প্রতিষ্ঠানটির ঢাকার আইডিবি, মাল্টিপ্ল্যান, মতিঝিল ও সিটি সুপার এবং চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি, ও জহুরা টাওয়ার শাখায় ৩রা মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে।

যোগাযোগঃ ০১৭১৩-২৪০৭৭৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *