Bangla NewsNews

অবমুক্ত হলো শিশু পরিচর্যার অ্যাপ ‘মাম্মি’স বুক’

স্মার্টফোন থেকে নবজাতকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, তাদের বৃদ্ধি এবং টিকা সংক্রান্ত তথ্যসেবা নিয়ে নতুন বাবা-মায়েদের জন্য বিশেষ মোবাইল অ্যাপ ‘মাম্মি’স বুক’ অবমুক্ত করেছে ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ। একইসাথে মেনিনগোকক্যাল রোগ থেকে নিরাপদ রাখেতে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে প্রতিষেধক টিকা ‘মিনাকট্রা’। সোমবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে অ্যাপস ও ওষুধটি অবমুক্ত করেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. এম আর খান। এসময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেক্সাস ডিজিজেস অ্যাসোসিয়েশনের (বিএসপিআইডি) সভাপতি প্রফেসর ডা. মনজুর হোসাইন, বারডেমের মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুন্নাহার, বিপিএ সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, বিপিএ সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. এমএকে আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, গুগল প্লেস্টোরে সবার জন্য বিনামূল্যে ব্যবহার সুবিধার্থে মাম্মি’স বুক অ্যাপটি বিএসপিআইডি অনুমোদিত টিকা ক্যলেন্ডার অনুযায়ী শিশুকে কখন কোন টিকা দিতে হবে সে বিষয়ে আগাম বার্তা দেয়। জন্ম-তথ্য নিবন্ধনের মাধ্যমে একাধিক শিশুর ওজন, বৃদ্ধি ইত্যাদি বিষয়েও তথ্য দেয়। এ ছাড়া অল্পদিনের মধ্যেই প্রয়োজনে এই অ্যাপসের মাধ্যমেই বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করার সুবিধা চালু হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, ‘বাংলাদেশের মতো একটি দেশে যেখানে চিকিত্সার সুযোগ সীমিত এবং রোগীদেরই চিকিত্সার খরচ বহন করতে হয়, সেখানে প্রতিরোধ ব্যবস্থা নেওয়াই যুক্তিসঙ্গত সমাধান। মাম্মি’স বুক অ্যাপটিও নবীন জনক-জননীদের তাদের সন্তানদের সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসপিআইডি ও সানোফিকে এই ধরনের সিম্পোজিয়ামের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। মাম্মি’স বুক অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লেস্টোরের https://goo.gl/RL0bj0 লিংক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *